এসএমজে ডেস্ক
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের বিএসআরএম গ্রুপের দুই কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) ও বিএসআরএম স্টিল মিল লিমিটেডকে একত্রিত করার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি আইন ১৯৯৪ এর ২২৮ ও ২২৯ ধারায় কোম্পানি দুটি একত্রিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে মার্জারের এই সিদ্ধান্ত কার্যকর করতে হলে বিনিয়োগকারীদের অনুমোদন ও হাইকোর্টের সম্মতি নিতে হবে। আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত বিএসআরএমের এজিএমে মার্জারের ইস্যুটি বিনিয়োগকারীদের নিকট পেশ করা হবে।
বিএসআরএম লিমিটেডে বর্তমানে বিএসআরএম এসএমএল কোম্পানির ৪৪.৯৭ শতাংশ শেয়ারের অংশীদার রয়েছে। আইন অনুযয়ী বিএসআরএম এসএমএল, বিএসআরএম লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান। এ অবস্থায় বিএসআরএম লিমিটেডের পরিচালনা পর্ষদ ১০০ ভাগ শেয়ার সংযুক্ত করার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ বিএসআরএম এসএমএল তালিকাভুক্ত বিএসআরএম লিমিটেডের সঙ্গে একত্রিত হবে। এরজন্য বাকি ৫৫.০৩ শতাংশের বিপরীতে শেয়ার ইস্যু করে দুই কোম্পানিকে একত্র করা হবে।
এসএমজে/২৪/এম,এল
ব্রেকিং নিউজ :