এসএমজে ডেস্ক:
অগ্নিকান্ডের পর উৎপাদন শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেড। গতকাল ৫ জানুয়ারি থেকে কোম্পানিটি উৎপাদন শুরু করেছে।
এর আগে কোম্পানিটির নারায়ণগঞ্জের কারখানায় ২০ ডিসেম্বর অগ্নিকান্ড ঘটে। এরপর থেকে কোম্পানির উৎপাদন বন্ধ ছিল। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
দূর্ঘটনায় কোম্পানিটির প্রায় ১০-১২ কোটি টাকার ক্ষতি হয়েছে যা শেয়ারপ্রতি প্রায় ১ টাকা। ওই দিন থেকেই কারখানায় বন্ধ ছিল উৎপাদন কার্যক্রম। তবে মেশিনারিজের তেমন ক্ষয়ক্ষতি না হওয়ায় দ্রুত উৎপাদনে ফেরার আশা করছিল কোম্পানি কর্তৃপক্ষ। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/বা