উৎপাদন শুরুর সিদ্ধান্ত নিল কনফিডেন্স পাওয়ার

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্টের সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স পাওয়ার বগুড়া লিমিটেডের উৎপাদন শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কনফিডেন্স পাওয়ার বগুড়া লিমিটেডের ১১৩ মেগাওয়াট পাওয়ার প্লান্টটি বগুড়া-নাটোর হাইওয়ে রোড, বীরগ্রাম, বগুড়ায় অবস্থিত। প্লান্ট থেকে কোম্পানিটির উৎপাদন বিদ্যুৎ বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) কাছে বিক্রি করা হবে।

উল্লেখ্য, কনফিডেন্স সিমেন্টের সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেড। কোম্পানিটিতে কনফিডেন্স সিমেন্টের ৪১ শতাংশ শেয়ার রয়েছে। কনফিডেন্স পাওয়ার হোল্ডিংসের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হচ্ছে কনফিডেন্স পাওয়ার বগুড়া লিমিটেড। কোম্পানিটিতে কনফিডেন্স পাওয়ারের ৯৯ শতাংশ শেয়ার রয়েছে।

এসএমজে/বা

Tagged