চকরিয়া প্রতিনিধি
তৌহিদ ও মিজবা। দুইজনই মাদক কারবারির পাশাপাশি নেশাও করেন। শনিবার বেলা ১টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরশহরের আজাদ মাকের্টের উপরে একটি রুমে বসে তারা ইয়াবা বড়ি বিকিকিনি করছিলেন। এক পর্যায়ে ইয়াবা বড়ির বাগবাটোয়ারা নিয়ে দু’জনের মধ্যে তুমুল ঝগড়া লেগে যায়। অবস্থা বেগতিক দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
চকরিয়া থানার এসআই অপু বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ এসে তাদের দুইজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২১২ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
আটকরা হলেন- চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের ভাঙ্গারমুখ এলাকার আনোয়ার হোসেনের ছেলে মাদক স¤্রাট তৌহিদুল ইসলাম তৌহিদ (২৮) এবং পৌরসভার বিনামারা মৃত মাস্টার কামালের ছেলে মিজবা (৩৫)। তৌহিদ ৪-৫টি মাদক মামলার আসামি।
চকরিয়া থানার এসআই অপু বড়–য়া বলেন, পৌরশহরের আজাদ ভবনের উপরে ইয়াবা নিয়ে মারামারি হচ্ছে খবর পেয়ে থানার ওসি মো.হাবিবুর রহমানের নির্দেশে অভিযান তাদের আটক করা হয়। তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
ব্রেকিং নিউজ :