আসল রোগ নির্ণয় করতে না পারলে পুঁজিবাজার পাল্টাবে কী করে

যে কোনো রোগের ওষুধ নিয়ে চিন্তা করার আগে রোগটি নির্ণয় করতে হয়। না হলে বিষয়টির উযুক্ত চিকিৎসা হয় না। এতে রোগীর অবস্থা আরও করুণ হতে থাকে। আবার ভুল চিকিৎসারও আশঙ্কা থাকে। যার মধ্য দিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। আমাদের দেশের শেয়ারবাজারের বিষয়টি অনেকটা এই রকম। দীর্ঘ বছরের পর বছর বলা হচ্ছে পুঁজিবাজার নিয়ে কাজ চলছে। এখনই ঠিক হয়ে যাবে। এবার বাজার আর আগের জায়গায় থাকবে না, বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ হবে। কিন্তু প্রত্যাশা পূরণ তো দূরের কথা দিনে দিনে বাজার পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। অনেক বিনিয়োগকারী বাজার থেকে বের হয়ে যাচ্ছেন অথবা ছিটকে পড়ছেন।

এই জন্যই আমরা বলে আসছি আগে বুঝতে হবে পুঁজিবাজারের আসল রোগটি কী? কেন বাজার প্রতিনিয়ত খাদের গভীরে তলিয়ে যাচ্ছে। সংশ্লিষ্টরা বারবার বলছেন, তারা কাজ করছেন বাজার নিয়ে। এমন কথা বহু বছর ধরে বলা হচ্ছে। কিন্তু বাজারের কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ সঠিক জায়গায় সঠিক উপায়ে কাজ না হলে পরিস্থিতিতি পাল্টাবে কী করে? এমন প্রশ্নই এখন পুঁজিবাজারকে ঘিরে উচ্চারি হচ্ছে।

Tagged