আবার ও শেয়ারবাজারে সপ্তাহ শুরু দরপতন  দিয়ে

এসএমজে ডেস্ক: আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস বেলা ১১টা নাগাদ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৭৬ পয়েন্ট। সকালে লেনদেন শুরুর একপর্যায়ে সূচকটি ৮৭ পয়েন্ট পর্যন্ত কমে যায়।  বেলা সোয়া ১১টা পর্যন্ত অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৮৪ পয়েন্ট।

ডিএসইতে সবচেয়ে কমতে দেখা যাচ্ছে ওষুধ খাতের কোম্পানিগুলোর শেয়ারের দর। স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা ও রেনেটার দর কমেছে।এ সময় পর্যন্ত কমেছে ২৩৩টি কোম্পানির শেয়ারের দর। বেড়েছে মাত্র ১৭টির দর, অপরিবর্তিত আছে ৭৬টির দর। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ২০২ কোটি টাকার।

বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, রবি, বেক্সিমকো ফার্মা, লঙ্কা বাংলা ফাইন্যান্স, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, জিবিবি পাওয়ার, রহিমা ফুড, বিএটিবিসি, সামিট পাওয়ার ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইএক্স সূচক কমে ৮১ পয়েন্ট। মোট লেনদেন হয় ৬৮৪ কোটি ৩৬ লাখ টাকা ।

এসএমজে/২৪/সা