আবারও দরপতনের বৃত্তে আটকা পড়েছে দেশের পুঁজিবাজার। ফলে গত রোব ও সোমবারের মতোই দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে পুঁজিবাজারে।
এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৪৩ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৩৫ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও। এতে গতকাল বাজার মূলধন কমেছে ৩ হাজার ১২৯ কোটি ৭৬ লাখ ১২ হাজার টাকা। ফলে চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবস পুঁজিবাজারে দরপতন হলো।
পুঁজিবাজারে টানা দরপতনের ফলে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক কাজ করাটা স্বাভাবিক। পতনের ধারা অনেকটা আগ্রাসী। গত দুই দিনেই সূচক প্রায় শত পয়েন্ট নেই। এ ধরনের পতন বাজারের স্বাভাবিকতা ব্যাহত করতে পারে। বিশেষ করে গত কয়েক সপ্তাহের দরপতন অনেকটাই একমুখী। এ কারণে লেনেদেন চলছে খরা। নিয়মিতই লেনদেন কমছে। এখন বাজার ঘুরে দাঁড়ানোই কাম্য। না হলে আস্থার সংকটে পড়ার আশঙ্কা দেখা দিতে পারে। কারণ ছাড়া টানা দরপতন কোনো মতেই বাজারে সুফল বয়ে আনবে না।