আন্তর্জাতিক শেয়ার বাজার

এসএমজে ডেস্ক:

যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে (NYSE) গত বুধবার সূচক ঊর্ধ্বমুখী ছিল। যুক্তরাষ্ট্রের ডাউজোনসের (Dow) সূচক এদিন ১৮১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২৬,৩৪৬ পয়েন্ট।

যুক্তরাষ্ট্র শেয়ার বাজারে নাজডাক (NASDAQ) ওই দিন কিছুটা  ঊর্ধ্বমুখী  ছিল। সূচক এদিন ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৭,৯০৩ পয়েন্ট।

এদিন লন্ডন শেয়ার বাজারের (LSE) সূচক কিছুটা বেড়েছে। এ সূচক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৭,১৬৬ পয়েন্ট।

বম্বে শেয়ার বাজারের (SENSEX) সূচক ছিল নিম্নমুখী । এ শেয়ার বাজারের সূচক -২২১ পয়েন্ট কমে দাঁড়ায় ৩৭,৯৫৬ পয়েন্ট।

জাপান শেয়ার বাজারের (NIKKEI) সূচক কিছুটা ঊর্ধ্বমুখী ছিল। এ সূচক ৯৫ পয়েন্ট কমে দাঁড়ায় ২১,৫৫১ পয়েন্ট।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যের নেতিবাচক প্রভাব গতকালও বিদ্যমান ছিল। কমেছে প্রতি ব্যারেলে -০.১৬  পয়েন্ট। যার মোট সূচক ৫২.৪৩  পয়েন্ট এবং স্বর্ণের দাম হ্রাস পেয়েছে প্রতি আউন্সে -১.৯০ পয়েন্ট। যার মোট সূচক ১,৫১০.৯০ পয়েন্ট ।

এসএমজে/২৪/ঝি

Tagged