করোনাভাইরাস সৃষ্ট মহামারির কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার পরও গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে নাজডাক সূচকে রের্কড উত্থান হয়েছে। আর আমাদের পুঁজিবাজারে পতনের যেন শেষ নেই। অর্থনীতি যেমনই হোক পতন যেন পুঁজিবাজারের নিয়তি। এই ধারা চলছে বছরের পর বছর। পরিবর্তনের কোনো আলামত দেখা যাচ্ছে না। এটি কোনো দেশের পুঁজিবাজারে না হলেও আমাদের এখানে নিয়মে পরিণত হয়েছে। তাই পুঁজিবাজার সম্পর্কে বিনিয়োগকারীদের ধারণা ইতিবাচক হওয়ার পরিস্থিতিও সৃষ্টি হচ্ছে না। তারা হতাশা নিয়েই পুঁজিবাজারের দিকে তাকিয়ে থাকেন।
কেউ কেউ হয়তো বলতে পারেন, বর্তমানে দেশে অর্থনৈতিক মন্দা চলছে। আর এ কারণে পুঁজিবাজারে দরপতন দেখা যাচ্ছে। এই কথার সঙ্গে সম্পূর্ণ একমত হওয়া যায় না। কারণ করোনা সংকট তো দুই-তিন মাস চলছে। এর বহুবছর আগে থেকেই পুঁজিবাজারে দরপতনের সংকট বিদ্যমান। আর বর্তমানেও নিশ্চয় পুঁজিবাজারে তালিকভুক্ত সব কোম্পানির অবস্থা একরকম নয়। অনেক কোম্পানি মুনাফাও করছে। কিন্তু পুঁজিবাজার কেনো বছরের পর বছর একতরফা আচরণ করছে? এর কোনো উত্তর আছে কি? এটিই এখন সাধারণ বিনিয়োগকারীদের বড় প্রশ্ন। এই প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেই আমাদের ধারণা।