এসএমজে ডেস্ক
বিশ্বের সবচেয়ে বড় শেয়ার বাজার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ (NSE)। এর থেকে ৩০টি কোম্পানি নিয়ে যে সূচকটি করা হয়েছে তার নাম ডাও (DOW) জোন। গত বুধবার এর সূচক বেড়ে দাঁড়ায় ০.৬১ শতাংশ যার মোট সূচক ২৬, ৯৭০.৭১ পয়েন্ট।
বিশে^র সবচেয়ে বড় টেকনোলোজিস্ কোম্পানি নিয়ে যে শেয়ার বাজার গঠিত তার নাম নাজডাক (NASDAK)। গতকাল এর সূচক দাঁড়ায় ১.০৫ শতাংশে। এর মোট সূচক ৮,০৭৭.৩৮ পয়েন্ট।
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দর কমেছে প্রতি ব্যারেলে -০.৩৭ শতাংশ এবং প্রতি আউন্সে স্বর্ণের দাম বেড়েছে ০.১১ শতাংশ।
এসএমজে/২৪/ঝি
ব্রেকিং নিউজ :