আজ সার্কিট ব্রেকারের বাইরে লেনদেন করবে ১৫ কোম্পানি

এসএমজে ডেস্কঃ

লভ্যাংশ ঘোষণা করায় শেয়ার লেনদেনে আজ সার্কিট ব্রেকার থাকছে না পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫৫ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- ফ্যামিলি টেক্স, স্টাইল ক্রাফট, মেঘনা সিমেন্ট, ন্যাশনাল পলিমার, কাট্টালি টেক্সটাইল, সোনারগাঁও টেক্সটাইল,গ্লোবাল হেভি ক্যামিকেল, উসমানিয়া গ্লাস সীট, সামিট অ্যালিয়েন্স পোর্ট,আইট কনসালট্যান্টস,প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স,রংপুর ডেইরি ফুড, মতিন স্পিনিং, ইনফোরমেশন সার্ভিসেস, জিলবাংলা সুগার মিলস লিমিটেড। সূত্রঃ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/মি

Tagged