আজ ব্লক মার্কেটে ৩২ কোম্পানির লেনদেন ৬৫ কোটি টাকা

 

এসএমজে ডেস্ক:

সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩২ কোম্পানির মোট লেনদেন হয়েছে ৬৫ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে স্কায়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড । কোম্পানিটির মোট ১৬ কোটি ৯৭ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড। কোম্পানিটির মোট ১৫ কোটি ১৭ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মোট ১৫ কোটি  ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল-  বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি, বীকন ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, সিএপিএমআইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কোম্পানি, ফাইন ফুডস, জিবিবি পাওয়ার, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ), ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ, কেডিএস এক্সেসরিস্, কোহিনূর ক্যামিকেল স্কোম্পানি (বাংলাদেশ), ম্যাকসন্স স্পিনিং মিলস্, ম্যারিকো বাংলাদেশ, এনসিসি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, দি পেনিনসুলা চিটাগাং, ফিনিক্স ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস, রেনেটা, রিং শাইন টেক্সটাইল, রানার অটোমোইলস, এসই এম লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, এস.এস স্টিল, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, সামিট পাওয়ার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিসটিবিউশন এবং ওয়ালটন হাই-টাচ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/সা