এসএমজে ডেস্ক:
আজ বোর্ডসভা করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ১৯ কোম্পানি।সভায় কোম্পানিগুলোর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
কোম্পানিগুলোর তথ্য নিম্নে ছকের মাধ্যেমে দেয়া হল-
| কোম্পানির নাম | সময় |
| ইয়াকিন পলিমার লিমিটেড | বিকেল ৪টায় |
| যমুনা অয়েল কোম্পানি লিমিটেড | বিকেল ৩টায় |
| জেনিক্স ইনফোসিস লিমিটেড | বিকেল ৪টায় |
| খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড | বিকেল ৩টায় |
| এম.আই. সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড | বিকেল ৩টায় |
| প্যাসিফিক ডেনিমস লিমিটেড | বিকেল ৩টায় |
| ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড | বিকেল ৫টায় |
| জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড | বিকেল ৩টা ৩০মিনিট |
| প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড | দুপুর ২টা ৪৫মিনিট |
| জিবিবি পাওয়ার লিমিটেড | বিকেল ৩টায় |
| আরামিট সিমেন্ট লিমিটেড | বিকেল ৩টায় |
| আরামিট লিমিটেড | বিকেল ৪টায় |
| শাশা ডেনিমস লিমিটেড | বিকেল ৫টায় |
| রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড | বিকেল ৩টায় |
| মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড | বিকেল ৫টায় |
| মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড | বিকেল ৪টা ৩০মিনিট |
| মেট্রো স্পিনিং লিমিটেড | বিকেল ৩টা ৩০মিনিট |
| ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড | বিকেল ৩টায় |
| সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড | বিকেল ৩টায় |
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ
এসএমজে/২৪/ঝি
