আজ ঢাকায় সব ব্যাংক খোলা

এসএমজে ডেস্ক:

আজ শনিবার (২৮ ডিসেম্বর)ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার সব ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সিটি নির্বাচনের জামানতের টাকা জমা দেওয়ার সুবিধার্থে এই নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল ২৭ ডিসেম্বর শুক্রবারও ঢাকায় সব ব্যাংক খোলা ছিলো।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ইসির উপ-সচিব (নির্বাচন পরিচলনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠিতে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিবকে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন উপলক্ষে শুক্র ও শনিবার সব ব্যাংক খোলা রাখা নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হিসাবে নির্ধারিত রয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলকারীদের সুবিধার্থে ২৭ ও ২৮ ডিসেম্বর (শুক্রবার ও শনিবার) ঢাকা মহানগরের সব ব্যাংক খোলা রাখার ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরাধ করা হলো।

এসএমজে/২৪/এম এইচ

Tagged