নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ১৯ সরকারি সংস্থার প্রধানদের ডেকেছে অর্থ মন্ত্রনালয়। আজ ২৫ অক্টোবর রোববার বিকাল সাড়ে ৩টায় উল্লেখিত সংস্থার প্রধানদের মন্ত্রনালয়ে উপস্থিত/ভিডিও কনফারেন্সে যোগদান করার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রনালয়। অর্থ মন্ত্রনালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও আওতাধীন দপ্তর/সংস্থা/প্রকল্পের ২০২০-২১ অর্থবছরের ১ম ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর ২০২০) বাজেট বাস্তবায়ন অগ্রগতি এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির ১ম ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর ২০২০) অর্জন পরিবীক্ষণ সংক্রান্ত বাজেট ব্যবস্থাপনা কমিটির (বিএমসি) সভা মন্ত্রনালয়ের ৩৩১ নং সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন সিনিয়র সচিব মো: আসাদুল ইসলাম। সভায় প্রথম প্রান্তিকের বাজেট অগ্রগতি, অর্জন এবং অন্যান্য বিষয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।
এসএমজে/২৪/রা