এসএমজে ডেস্ক:
দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র মতে, আগামী সোমবার (২৬ অক্টোবর) হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে সরকারি ছুটি পালন করা হবে। সেই সরকারি ছুটির কারনে দেশের উভয় শেয়ারবাজারও বন্ধ থাকবে।
পরের দিন মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে পুনরায় শেয়ারবাজারে লেনদেন চালু হবে।
উল্লেখ্য, সরকারি ছুটির সিদ্ধান্তে কোনো পরিবর্তন হলে শেয়ারবাজার বন্ধ বা চালু থাকার সিদ্ধান্তের বিষয়েও পরিবর্তন হবে।
এসএমজে/২৪/রা