নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রয়ত্ব প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) তিন মহাব্যবস্থাপককে পদন্নোতি দিয়ে বদলি করা হয়েছে। এরা হলেন: আইসিবির মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, মো. কামাল হোসেন গাজী ও মোহাম্মদ শাহজাহান। এই তিন কর্মকর্তাকে রাষ্ট্রায়ত্ব অন্যান্য প্রতিষ্ঠানে পদন্নোতি দিয়ে বদলি করা হয়েছে। অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বাণিজ্যিক ব্যাংক শাখার উপসচিব মোহাম্মদ আব্দুল আউয়াল স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, আইসিবির মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম এখন থেকে অগ্রণী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া আইসিবির মহাব্যবস্থাপক মো. কামাল হোসেন গাজী পল্লী সঞ্চয় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং মোহাম্মদ শাহজাহান বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
ব্রেকিং নিউজ :