আইসিবিকে বিশেষ ছাড়: এর সুফল বিনিয়োগকারীরা পাবেন তো?

পুঁজিবাজারে বিনিয়োগ–সক্ষমতা বাড়াতে বিশেষ ছাড় পেল রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশনিংয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে এ ছাড় দিয়েছে। গত বুধবার অনুষ্ঠিত বিএসইসির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় হলে বলে গণমাধ্যমের খবরে জানা যায়।

এদিকে আইসিবিকে পুঁজিবাজারে আরও বেশি কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে পুনর্গঠনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্থাটিতে বর্তমানে কিছু ক্ষেত্রে দুর্বলতা রয়েছে বলে মনে করেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম। সম্প্রতি এক অনুষ্ঠানে এসব কথা জানান বিএসইসির চেয়ারম্যান।

বিএসইসির এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে আমরা বলতে চাই- এসবের সুফল পাবেন তো সাধারণ বিনিয়োগকারীরা? নাকি কতিপয় লোকের পকেট ভারি হবে? কারণ অতীতেও বিভিন্ন ধরনের ছাড়ের ঘোষণা এবং পদক্ষেপ সরকার থেকে নেওয়া হয়েছে। কিন্তু এর সুফল কতটা সাধারণ বিনিয়োগকারীরা পেয়েছেন, এ নিয়ে প্রশ্ন থেকে গেছে। তাই ভবিষ্যতে যাতে এসব প্রশ্ন এড়িয়ে সত্যিকার অর্থে সাধারণ বিনিয়োগকারীরা সুফল ভোগ করতে পারেন, সে বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন।

Tagged