বিনোদন ডেস্ক:
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন চলচ্চিত্র পরিচালক-অভিনেতা কাজী হায়াৎ। দ্রুত সুস্থ হয়ে উঠার জন্য আইসিইউ থেকে এক ভিডিওবার্তায় তিনি দেশবাসীর কাছে দোয়া চান।
ভিডিওটি মঙ্গলবার ভোরে তার ছেলে চিত্রনায়ক কাজী মারুফ নিজের ফেসবুকে প্রকাশ করেছেন।
ভিডিওটিতে কাজী হায়াৎ বলেন, ‘আমি এই মুহূর্তে আইসিইউতে, ভালো আছি। আমার জন্যে দোয়া করবেন সবাই। হয়তো এই যাত্রায় বেচেও যেতে পারি! আল্লাহর কাছে আপনাদের দোয়া অবশ্যই গ্রহণযোগ্য হবে। মানুষের দোয়া, সারা বাংলাদেশের ভক্তদের দোয়া আমাকে বাঁচিয়ে রাখবে।’
গত ২ মার্চ করোনার টিকা নেন কাজী হায়াৎ। এরপর ৬ মার্চ সস্ত্রীক করোনায় আক্রান্ত হন তিনি।তারা দুজনই চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১৫ মার্চ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কাজী হায়াৎ-কে। সেখানে এতোদিন তিনি সাধারণ কেবিনেই চিকিৎসাধীনে ছিলেন। আবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার ভোরে তাকে আইসিইউতে নেওয়া হয়।
এসএমজে/২৪/সু