আইপিও প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকা প্রয়োজন

পুঁজিবাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে আইপিও প্রক্রিয়া খুবই গরুত্বপূর্ণ। কোম্পানির কাগজপত্র পরিচ্ছন্ন না থাকলে ক্ষতির শিকার হন বিনিয়োগকারীরা। এই ধরনের নজির আমাদের পুঁজিবাজারে রয়েছে। তাই আইপিও আসুক আমরাও চাই। কিন্তু এটির প্রক্রিয়ায় যাতে কোনো ধরনের দুর্বলতা না থাকে, সেটি নিশ্চিত করতে হবে। এর জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ কারণে বিষয়টি খুবই সততা এবং যোগ্যতার সঙ্গে করা দরকার।

সম্প্রতি বিএসইসি চেয়ারম্যন বলেছেন, পুঁজিবাজারে অনেক বড় বড় কোম্পানি আসার প্রস্তুতি নিচ্ছে। আমরা মনে করি এটি আশার কথা। তবে তালিকাভুক্তির প্রক্রিয়ায় যেন কোনো ধরনের অস্বচ্ছতা না থাকে, সেটি নিশ্চিত করতে হবে। বিশেষ করে কারো ভুল বা দুর্বলতার জন্য যেন লাখ লাখ বিনিয়োগকারী ক্ষতির মধ্যে না পড়েন। আমাদের অতীত অভিজ্ঞতা আছে, যেখানে অনেক সংকট তৈরি হয়েছে। ফলে প্রশ্ন দেখা দিয়েছিল সে সময় কোম্পানিগুলোর কাগজপত্র সঠিকভাবে মূল্যায়ন ও যাচাই করা হয়েছিল কিনা। নাকি কোনো ধরনের গাফিলতি ছিল। কোম্পানিগুলোর পরবর্তী অবস্থার কারণেই এই প্রশ্ন দেখা দিয়েছিল।

Tagged