নতুন নতুন প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) পুঁজিবাজারে গতি সৃষ্টি করে। বিশেষ করে ভালো আইপিও বাজারে এলে বিনিয়োগের ক্ষেত্র প্রশস্ত হয়। পুঁজিবাজারে সক্ষমতা বাড়ে। তবে এর বিপরীতও হতে পারে যদি মূলধন সংগ্রহ করা কোম্পানির জবাবদিহিতা নিশ্চিত করা না হয়। নিকট অতীতে আমরা এ ধরনের নজির একাধিকবার দেখেছি। সেখানে বিনিয়োগকারীদের স্বার্থ দেখা হয়নি। বরং কোনো কোনো কোম্পানিকে পুনরায় রাইট শেয়ারের মাধ্যমে টাকা উত্তোলনের সুযোগ করে দেওয়া হয়েছে। যা হিতে বিপরীত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিনিয়োগকারীরা আর দুর্নাম হয়েছে পুঁজিবাজারের।
আমরা এসব বিষয়ে আগেও লিখেছি, এখনও লিখছি। কারণ আমাদের ধারণা, এটি কার্যকারিতা এখনও রয়েছে। তবে আমরা লিখলে সব সময় কাজ হয় না, কখনো কখনো হয়। এ কারণেই আমাদের অব্যাহতভাবে লিখে যেতে হয়। আমরা আশা করি এমন একটি পুঁজিবাজার, যেখানে বিনিয়োগকারী এবং কোম্পানি উভয়ই সাফল্যের মুখ দেখবেন। বিষয়টি এমন নয়, যে কোম্পানির ভালো হলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন। এখানে উভয়ই লাভবান হতে পারে। পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে এমন সম্ভাবনা রয়েছে।