৩০ কোটি টাকার পরিবর্তে ১৫ কোটি টাকা মূলধন উত্তোলন করতে পারবে বীমা কোম্পানি

নিজস্ব প্রতিবেদক:

ফ্রিক্সড প্রাইস পদ্ধতিতে আইপিওতে আসতে ৩০ কোটি টাকার পরিবর্তে ১৫ কোটি টাকা মূলধন থাকলে অর্থ উত্তোলন করতে পারবে বীমা কোম্পানিগুলো।

গতকাল ২৩ সেপ্টেম্বর (বুধবার) অনুষ্ঠিত বিএসইসির ৭৪১তম নিয়মিত কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ২৬টি ইন্স্যুরেন্স কোম্পানিকে ফিক্সড প্রাইস মেথডে আইপিওতে মূলধন উত্তোলনের ক্ষেত্রে সর্বনিম্ন ৩০ কোটি টাকা উত্তোলনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

ফলে ওই ২৬টি ইন্স্যুরেন্স কোম্পানি ফিক্সড প্রাইস ম্যাথডের মাধ্যমে আইপিওতে সর্বনিম্ন ১৫ কোটি টাকা বা তার বেশি মূলধন উত্তোলন করতে পারবে। এই প্রেক্ষিতে কমিশন শিগগিরই একটি নোটিফিকেশন জারি করবে। সূত্র: বিএসইসি

এসএমজে/২৪/মি

Tagged