অস্বাভাবিক দরবৃদ্ধির নেপথ্যশক্তিকে চিহ্নিত করা প্রয়োজন

ওভার দ্যা কাউন্টার মার্কেট (ওটিসি) থেকে মূল মার্কেটে ফিরেই অস্বাভাবিকভাবে দর বাড়ছে ৪ কোম্পানির শেয়ারে। চাঙ্গা বাজারে কোম্পানিগুলো প্রায় প্রতিদিনই বিক্রেতা শুন্য হয়ে হল্টেড হচ্ছে। গত ১৮ কর্মদিবসে শেয়ারগুলোর দর বেড়েছে প্রায় ২০০ থেকে ৩০০ শতাংশের বেশি। কোম্পানিগুলো হচ্ছে- তমিজ উদ্দিন টেক্সটাইল, পেপার প্রোসেসিং, বিডি মনোস্পুল পেপার এবং মুন্নু ফেব্রিক্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ হয় সংবাদমাধ্যমে।

সূত্র অনুযায়ী, গত ১৩ জুন কোম্পানিগুলোর ডিএসইতে লেনদেন শুরু হয়। ওই সময় তমিজ উদ্দিন টেক্সটাইল ১৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন শুরু করে। গত ৮ জুন শেয়ারটি সর্বশেষ ৬৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। অর্থাৎ মাত্র ১৮ কর্মদিবসে শেয়ারটির দর ৫১ টাকা ৭০ পয়সা বা ৩৯১.৬৬ শতাংশ বেড়েছে।

এ ধরনের দরবৃদ্ধির পেছনে কী ধরনের নেপথ্যশক্তি কাজ করছে সেটি খুঁজে বের করা দরকার সংশ্লিষ্টদের। অতীতের অনেক ঘটনার মতো এসব কোম্পানিও পুঁজিবাজার কর্তৃপক্ষের নোটিশের জবাবে জানিয়েছে- তাদের কাছে মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই। এ ধরনের গৎবাঁধা জবাবই শেষ কথা নয়। খতিয়ে দেখতে হবে কারা এর দ্বারা লাভবান হচ্ছেন। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Tagged