অন্যায়ের বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থার সজাগ থাকতে হবে

পুঁজিবাজারে যারা অনিয়ম করেন, তাদের বুঝতে হবে এটি লুটপাটের জায়গা নয়। এখানে সবাইকে স্বচ্ছতার ভিত্তিতে ব্যবসা করতে হবে। যারা ক্ষুদ্র বিনিয়োগাকরী রয়েছেন, তারা যেনো কোনো কারণে প্রতারিত বা বঞ্চিত না হন। অনেক সময় দেখা যায় কারসাজি চক্রের কারণে ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রতারিত হন। এটি ঠিক নয়। এই ধরনের অন্যায় কার্যক্রম থেকে বিরত থাকা উচিত। আর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কাজ হচ্ছে ন্যায্যতা নিশ্চিত করা।

ক্ষুদ্র বিনিয়োগকারীরা হচ্ছে বাজারের প্রাণ। তাদের স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা এটি গুরুত্বসহকারে দেখা দরকার। না হলে পুঁজিবাজারের প্রতি মানুষের আস্থা কমে যাবে। এর মধ্য দিয়ে শুধু ক্ষুদ্র বিনিয়োগকারীই নয়, দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হতে পারে।

অতীতে দেখা গেছে অনেকে লুটপাটের জায়গা হিসেবে পুঁজিবাজারকে বেছে নিয়েছেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিটি কোম্পানিরই উচিত দায়বদ্ধ এবং জবাবদিহির মধ্যে থাকা। কারণ এখানে যারা বিনিয়োগ করেন, তারা মুনাফা আশা করবেন, এটিই স্বাভাবিক। এ ক্ষেত্রে তারা যদি প্রতারিত হন, তা হলে কাজটি ঠিক হলো না। এটি অন্যায় হলো। এ ধরনের অন্যায়ের বিরেুদ্ধে নিয়ন্ত্রক সংস্থাকে সব সময় সজাগ থাকতে হবে।

Tagged