নিজস্ব প্রতিবেদক:
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের এস.এস.স্টিল লিমিটেডে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন পেয়েছে। আজ ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) কোম্পানিটির ১৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন পায়। কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হয়েছে সকাল ৯টায় রাজধানীর গুলশানে অবস্থিত স্পেকট্রা কনভেনশন হলে।
কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। পরবর্তীতে ৫ শতাংশ নগদ ১০ শতাংশ বোনাসের পরিবর্তে ১৫ শতাংশ বোনাস লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডাগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়।তবে আগামীবছর নগদ লভ্যাংশ ঘোষণা করার আহ্ববান জানায় বিনিয়োগকারীরা।
সতন্ত্র পরিচালক সাদাদ রহমানের সভাপতিত্বে এজিএমে উপস্থিত ছিলেন কোম্পানির সচিব মোস্তাফিজুর রহমান ও কর্মকর্তাবৃন্দ এবং সাধারন বিনিয়োগকারীরা।
এসএমজে/২৪/মি