অনিয়মে আর্থিক জরিমানা: উলুবনে মুক্তা ছড়ানোর মতো

দেশের পুঁজিবাজারে বিভিন্ন ধরনের অনিয়মের ক্ষেত্রে দোষী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা করার বিষয়টি নতুন নয়। প্রায়াই এমন ধরনের ঘটনা ঘটলেও বিষয়টি উলুবনে মুক্তা ছাড়ানোর মতোই মনে হয়। এতে কাজের কাজ কিছুই হয় না। এমন অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান পুঁজিবাজারে সংশ্লিষ্ট রয়েছে, যারা আর্থিক জরিমানাকে নস্যিই মনে করেন। অনেকে জরিমানা গোণার পরই পুনরায় অনিয়ম করেন। তাই আমরা দীর্ঘ দিন ধরে বলে আসছি- শুধু জরিমানা নয় অনিয়মকারীদের জেলে ঢুকানোর ব্যবস্থাও থাকতে হবে।

গত কয়েক মাস আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন করে গঠন হয়। এই কমিশনও যথারীতি অনেক ব্যক্তি বা কমিশনকে জরিমানা করেছে। তবে জরিমানার অংক মোটা হয়েছে। এটি ভালো লক্ষণ। কারণ একশা টাকা অনিয়ম করে দুই টাকা জরিমানা দিলে অনিয়ম বন্ধ হবে না। আবার অনেকে যে কোনো পরিমাণ জরিমানা গোনারও ক্ষমতা রাখে। তাই জরিমানা তাদের কাছে কিছুই না। এ কারণে জেল দেয়ার বিধান থাকলে বিষয়টি কার্যকর হবে বলেই আমাদের ধারণা। সুতরাং বিষয়টি সংশ্লিষ্টদের ভেবে দেখার জন্য আমরা আবারও প্রয়োজন মনে করছি।

Tagged