অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক

বর্তমানের দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর পুঁজিবাজার নিয়ে নতুন করে আশা জাগছে। এবার অনন্তত একটা কিছু হোক, এমন আশা মানুষের মধ্যে। তাই দেশবাসীকে হতাশ না করে পুঁজিবাজারে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। দুয়েকটি বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এরপর দেখা যাবে অন্যরা ঠিক হয়ে গেছে। না হলে কারসাজিকারকরা একের পর এক চক্রান্ত করতেই থাকবে। যত দ্রুত পুঁজিবাজার স্বাভাবিক হয়ে আসবে, ততই মঙ্গল। কারণ একটা দেশের পুঁজিবাজার বছরের পর বছর সংকটের মধ্য দিয়ে চলতে পারে না। এর থেকে উত্তরণ দরকার।

আজকের নতুন বাংলাদেশের কাছে মানুষের প্রত্যাশা অনেক। বিশেষ করে স্বাধীনতার পঞ্চাশ বছরের অধিককালেও দেশবাসী অনেককিছু থেকে বঞ্চিত। তাদের বঞ্চনার যেন শেষ নেই। এদেশে লুটপাটকারীরাই সবকিছুর দখল নিয়েছে। তাদের আধিপত্য আর অনিয়মের কারণে পুরো জাতি ক্ষতির মধ্যে পড়েছে। এটি কখনো একটি স্বাধীন দেশের জন্য কাম্য হতে পারে না। তার একটি বড় দৃষ্টান্ত হলো পুঁজিবাজার। এখানে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। তারা যেভাবে পেরেছে লুট করেছে। এখন দরকার এর থেকে পরিত্রাণ।

Tagged