কথায় আছে-‘সময়ের একফোঁড়, অসময়ের দশ ফোঁড়।’ অর্থাৎ সমমেয়র কাজ সময়ে করতে না পারলে তৈরি হতে পারে জটিলতা। ফলে সঠিক লক্ষ্য বাস্তবায়ন না হতে পারে। এ জন্য সময়ের কাজটি সময়েই করা প্রয়োজন।
আমাদের দেশের পুঁজিবাজারে দেখা যায় প্রায়ই এর ব্যত্যয় ঘটে। এটি কোনো মতেই কাম্য নয়। এর ফলে দুষ্টচক্র উৎসাহিত হয়।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনেক সময় নানামুখী পদক্ষেপ নেয়। এসব পদক্ষেপ কিন্তু অনেক ভালোও হয়ে আসছে। কিন্তু সময় মতো না হওয়ার কারণে অনেক পদক্ষেপের ইতিবাচক ফল পাওয়া যায় না। বিশেষ অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা যায় এ বিষয়ে সময় মতো পদক্ষেপ নেয়া হয় না। ফলে যারা অনিয়ম করেন তারা নানা কারণে পার পেয়ে যান। এটি সামগ্রিকভাবে দেশের পুঁজিবাজারের জন্য ক্ষতি বয়ে আনে।
তাই আমরা বলতে চাই পুঁজিবাজারে যখন অনিয়ম, তখনই ব্যবস্থা নিন। এতে অনেকটা কাজ হতে পারে। অপরাধীরা যদি বারবার পার পেয়ে যায় তা হলে অপরাধ কমবে না।