অনলাইনে বিও অ্যাকাউন্ট: পুঁজিবাজারের পরিসর বাড়াতে সহায়ক হবে

বিনিয়োগকারীদের ভোগান্তি কমাতে ডিজিটাল পদ্ধতিতে বেনিফিসিয়ারি অ্যাকাউন্ট (বিও হিসাব) খোলার উদ্যোগ নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) দিয়ে ঘরে বসে অর্থাৎ অনলাইনে এক পাতার ফরম পূরণ করেই বিও অ্যাকাউন্ট খুলতে পারবেন বিনিয়োগকারীরা।  ফেব্রুয়ারি মধ্যেই এই পদ্ধিততে বিও হিসাব খোলা শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্য এমন খবর প্রকাশ করে। বিষয়টি খুবই ইতিবাচক। এটি পুঁজিবাজারের পরিসর বাড়াতে সহায়ক হবে।

অনলাইনে বিও অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু হলে তাতে দেশ–বিদেশের বিনিয়োগকারীরা সহজে পুঁজিবাজারের সঙ্গে যুক্ত হতে পারবেন। কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও হোক, অথবা সেকেন্ডারি বাজারে বিনিয়োগ—পুঁজিবাজারে শেয়ার কিনতে হলে বিও অ্যাকাউন্ট লাগবেই। সেই বিও অ্যাকাউন্ট খোলাকে সহজ করতেই এবার অনলাইন ব্যবস্থা চালু হতে যাচ্ছে। এটি ভালো উদ্যোগ।

দেশের পুঁজিবাজারে বর্তামনে প্রায় ২৬ লাখ বিও অ্যাকাউন্ট রয়েছে। এসব অ্যাকাউন্টের ক্ষেত্রে একেক ব্রোকারেজ হাউজ একেক ধরনের ফি নিয়ে থাকে। এতে বিনিয়োগকারীদের ভোগান্তি বাড়ে। বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় নিয়ে বিষয়টি দ্রতু কার্যকর করা হকো। এতে নতুন বিনিয়োগকারীদের পুঁজিবাজারে যুক্ত হওয়ার আগ্রহ বাড়বে।

Tagged