বহু চেষ্টা-তদ্বিরের পর পুঁজিবাজার অগ্রগতির দিকে ধাবমান। এই অগ্রগতি ধরে রাখতে এখন প্রয়োজন সুশাসন। সুশাসন প্রতিষ্ঠা করা গেলে বাজারের ভিত্তি মজবুত হবে। সকল অংশীজনের সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে পুঁজিবাজারে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা ফেরানো সম্ভব।
সংশ্লিষ্ট সব পক্ষ যেন পুঁজিবাজারের প্রচলিত আইন মেনে চলে, এটি ভালো করে দেখভাল করতে হবে। এছাড়া ঊর্ধ্বমুখী বাজারে কোনো ধরনের গেম করে কেউ যেন শেয়ার বিক্রি করে বাজার থেকে বের হয়ে যেতে না পারে এই বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন। এক্ষেত্রে আইনি দুর্বলতা থাকলে সেটিও দূর করা দরকার। উন্নতবিশ্বে পুঁজিবাজার যেভাবে চলছে, তাদের কী ধরনের আইন-কানুন রয়েছে সেগুলো লক্ষ্য করেও আমরা আমাদের পুঁজিবাজারকে ঢেলে সাজাতে পারি। সব কাজই রাতারাতি হয়ে যাবে এমন নয়, কিন্তু শুরুটা এখনই হতে পারে। ডিজিটাল যুগে সবকিছুই দ্রুত করা সম্ভব। এখন আর চিঠি চালাচালির জন্য সময় দরকার হয় না। এক্ষেত্রে দরকার সদিচ্ছা। সদিচ্ছা থাকলে দ্রুত সিদ্ধান্ত নিয়ে কাজ করা সম্ভব। কারণ এখন আর কালক্ষেপণের সুযোগ নেই। এমনিতেই অনেক সময় গড়িয়ে গেছে। সে তুলনায় কাজ হয়েছে কম। তাই এখনই সুশাসনের লক্ষ্যে সবকিছু শুরু হওয়া দরকার।