কথায় আছে- ‘যেমন কুমির তেমন মুগুর।’ দুর্নীতি যত হাত লম্বা তার চেয়ে বেশি লম্বা হতে হবে শাসন। আর শাসন যদি তার চেয়ে খাটো হয় তাহলে সংকট দূর হবে না। দেশের পুঁজিবাজারে এমন চেষ্টা আগেও হয়েছে কিন্তু কাজ হয়নি। তাই বলা যায় অকার্যকর মলমে ক্ষত শুকাবে না। বরং পচন আরও গভীর হবে। পুঁজিবাজারে যারা অনিয়ম করছে তাদের বিরুদ্ধে নতুন ধরনের কার্যকর ব্যবস্থা নিতে হবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি)।
বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর পুঁজিবাজারে একটা আস্থার ভাব তৈরি হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। কিছু পদক্ষেপ হয়তো কমিশন নিয়েছে। এ ধারাবাহিকতায় আরো পদক্ষেপ নেয়া প্রয়োজন। বিশেষ করে সুশান প্রতিষ্ঠার জন্য দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করা দরকার। সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা প্রয়োজন। অযোগ্যদের সরিয়ে দেয়া প্রয়োজন। অতীতে যারা অনিয়ম করেছে তাদের শাস্তির আওতায় আনা দরকার। তা না হয়ে ভবিষ্যতে অনিয়ম বন্ধ হবে না। আমরা মনে করি বিএসইসি চাইলে এসব বিষয় সহজ হয়ে যায়।