Stock Market Journal

সিদ্দিকের ছেলে থাকবে মায়ের হেফাজতে: হাইকোর্ট

বিনোদন ডেস্ক:

অভিনেতা সিদ্দিকের সাড়ে ছয় বছর বয়সী ছেলে আরশ হোসেন তার মায়ের হেফাজতে থাকবে। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে তাকে তার মা মারিয়া মিমের কাছে দিতে বাবা ছিদ্দিকুর রহমানকে নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। শিশুটিকে হেফাজতে নিতে মা মারিয়া মিমের করা এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে এ আদেশ দেয়া হয়।

রায়ে বলা হয়েছে, সপ্তাহে দুদিন শিশুর বাবা ছিদ্দিকুর রহমান তাকে নিয়ে আসতে পারবেন, সঙ্গে রাখতে পারবেন। শিশুটির অভিভাবকত্ব নিয়ে কোনো পক্ষ চাইলে সংশ্লিষ্ট আদালতে মামলা করার স্বাধীনতা থাকবে।

আদালতে শিশু আরশ হোসেনের মায়ের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। আর ছিদ্দিকুর রহমানের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী।

উল্লেখ্য, ছিদ্দিকুর রহমান ২০১২ সালে ২৪ মে মারিয়া মিমকে বিয়ে করেন। পরের বছর ২৫ জুন আরশ হোসেনের জন্ম হয়। ২০১৯ সালে ১৯ অক্টোবর তাদের বিবাহবিচ্ছেদ হয়। এর পর থেকে শিশুটি বাবা ছিদ্দিকুর রহমানের হেফাজতে ছিল। শিশুকে কাছে পেতে আদালতের দ্বারস্থ হন মা মারিয়া মিম।

আজ সকালে বাবার হাত ধরে শিশুটি আদালতে আসে। রায় ঘোষণার সময় মা মারিয়া মিম আদালতে উপস্থিত ছিলেন।

এসএমজে/২৪/রা