স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষের মাঠে ভালো সময় যাচ্ছে না বার্সেলোনার। আগের ৭ ম্যাচের মাত্র ১টিতে জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। এর মধ্যে গতকাল আবার ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মেসিদের।
নাপোলির নিজ মাঠে খেলা শুরু হয় রাত দুইটায়। খেলাজুড়ে একের পর এক হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি। বার্সার হলুদ কার্ড পেয়েছেন মেসি-বুসকেটস-গ্রিজমান। আর দুবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ভিদাল। বার্সার সঙ্গে তাল মিলিয়ে হলুদ কার্ড দেখেছেন নাপোলির মারিও রুই এবং ইনসাইন।
ম্যাচের ৩০ মিনিটেই গোল পায় নাপোলি। জেইলিনস্কির বাড়ানো বল দুর্দান্ত শটে জালে জড়ান মার্টেনস। ৪২ মিনিটে আবারো সুযোগ পেলেও কাজে লাগেতে পারেনি মারিও রুই।
ম্যাচের প্রথমার্ধে গোল হজম করে খেই হারালেও আক্রমণে ধার কমেনি বার্সার। একের পর এক আক্রমণে স্বাগতিকদের রক্ষণকে ব্যস্ত রেখেছেন মেসি-গ্রিজমানরা। প্রথমার্ধে বলার মতো কোনো সুযোগ তৈরি করতে পারেনি মেসিরা। বলের দখল আর প্রতিপক্ষকে চেপে ধরে খেললেও গোলমুখে ঠিকঠাক শট নিতে পারেনি বার্সার আক্রমণভাগ। বেশিরভাগ আক্রমণই রুখে দেন নাপোলির ডিফেন্ডাররা।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে বার্সেলোনা। ম্যাচের ৫০তম মিনিটে দলকে সমতায় ফেরান আতোয়ান গ্রিজমান। বুসকেটসের দুর্দান্ত এক পাস সামনে বাড়ান নেলসন সেমেদো। সেমেদোর বাড়ানো বল অসাধারণ ফিনিশিংয়ে জালে জড়ান গ্রিজমান।
গোল সমতায় এলে আক্রমণে আরো ভয়ংকর হয়ে ওঠে নাপোলি। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় নাপোলির আক্রমণভাগ। ম্যাচের ৬১ আর ৬৩ মিনিটে পরপর দুবার টের স্ট্যাগানকে একা পেয়েও বল জালে জড়াতে পারেনি স্বাগতিকেরা। তাই ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দলদুটিকে।
এদিকে, পর-পর দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় বার্সার পরবর্তী ম্যাচে খেলতে পারবে না বুসকেটস।
এসএমজে/২৪/বা