Stock Market Journal

তহবিল ছাড়ে গড়িমসি বাজারের উন্নতি ব্যাহত করবে

পুঁজিবাজার উন্নয়নে নেয়া পদক্ষেপের মধ্যে রয়েছে বাংলাদেশে ব্যাংকের তহবিল ছাড়ের বিষয়টি। এটি ঘোষণার পর বাজারে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কিন্তু তহবিল ছাড়ে আশানুরূপ গতি নেই বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে এক্ষেত্রে গড়িমসি পুঁজিবাজারের উন্নতি ব্যাহত করবে।

বর্তমান বাজার ফের টানা দরপতনের কবলে পড়েছে। এতে আবারও স্পষ্ট হয়েছে কেবল পদক্ষেপ ঘোষণা করে বসে থাকলেই চলবে না, বাস্তবায়ন করা প্রয়োজন। তা নাহলে বাজারের স্থায়ী উন্নতি সম্ভব নয়। কথার জোড়াতালি দিয়ে এটি করা যাবে না। বিশেষ করে দীর্ঘ মেয়াদি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ থাকা প্রয়োজন। ক্ষুদ্র বিনিয়োগকারীদের অবস্থা এখন নড়বড়ে। একদিকে তারা লোকসানে রয়েছেন। অন্যদিকে কারো কারো পুঁজি আটকে গেছে। দীর্ঘ দিন ধরে লাভে না থাকায় অনেকেই বিনিয়োগ করতে পারছেন না। এছাড়া আস্থার সংকটতো রয়েছেই। ফলে উদ্যোগ আসা প্রয়োজন প্রাতিষ্ঠানিক বিনিয়োগ থেকেই। পাশাপাশি মনে রাখা দরকার কেবল সুসংবাদ দিয়েই দায়িত্ব শেষ করা কাম্য নয়, চাই বাস্তবায়ন। ক্ষেত্রে সংশ্লিষ্টদের কাজের গতিও বাড়ানো প্রয়োজন। তাহলেই পরিস্থিতির উন্নয়ন সম্ভব বলে মনে হয়।