প্রায় এক দশক ধরে স্থিতিশীল পুঁজিবাজারের নিশ্চয়তা চেয়ে আসছেন ক্ষুদ্র বিনিয়োগকারীসহ সংশ্লিষ্টরা। এ সময় বিভিন্ন মহল থেকে নানা ধরনের দাবি-দাওয়া উত্থাপিত হয়। সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারের স্থিতিশীলতার জন্য অনেক ধরনের পদক্ষেপ নিয়েছেন। আরো বিভিন্ন ধরনের পদক্ষেপের কথা আলোচিত হচ্ছে সংশ্লিষ্ট মহলে। এরপরও বাজারে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা আসেনি। এটি কবে সম্ভব, তেমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে না। এদিকে স্থিতিশীল বাজার নিশ্চিত করতে না পারলে সংকট কতটা দূর হবে সেটিও এখন বড় প্রশ্ন।
স্বাভাবিক দরপতন পুঁজিবাজারের জন্য সাধারণ ঘটনা। দর বাড়া-কমার ঘটনা পুঁজিবাজারে থাকবে। কিন্তু আমাদের গত কয়েক বছরের বাজারচিত্র পর্যবেক্ষণ করলে দেখা যায়, অস্বাভাবিকতা রয়েছে। এখানে শেয়ার দর-বাড়া কমায় অনেক সময়ই যৌক্তিক কারণ দেখা যায় না। এটিই হচ্ছে আশঙ্কার বিষয়। এর সমাধান কীভাবে হবে? দিনের পর দিন তো এটি চলতে পারে না। আমাদের দুর্বলতা কোথায়? কাঠামোগত নাকি শাসন-পরিচালন পদ্ধদিগত? বিষয়টি শনাক্ত হওয়া প্রয়োজন। কারণ আমাদেরকে আগে রোগ নির্ণয় কর করতে হবে। পরে চিকিৎসা। এভাবে অগ্রসর না হলে সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।