Stock Market Journal

করোনার প্রভাবে স্থগিত ‘মিশন ইমপসিবল’-এর শুটিং

করোনার প্রভাবে স্থগিত ‘মিশন ইমপসিবল’-এর শুটিং

সারাবিশ্বে ভয়ঙ্কর রূপ ধারণ করা করোনাভাইরাসের কারণে বন্ধ করা হয়েছে ‘মিশন ইমপসিবল’ সিরিজের সপ্তম কিস্তির শুটিং। ইতালিতে সিনেমাটির তিন সপ্তাহের শুটিং হওয়ার কথা থাকলেও করোনার কারণে জারিকৃত জরুরি সতর্কতার কারণে শুটিং বন্ধ করা হয়েছে। জানা গেছে, শুটিংয়ের জন্য টম ক্রুজ অভিনীত হলিউডের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটির প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্সের একটি টিম এখন ইতালিতে অবস্থান করছে। কিন্তু করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করায় জরুরি সতর্কতা জারি করেছে ইতালি। এ কারণেই নির্ধারিত তিন সপ্তাহের শুটিং স্থগিত করেছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে প্যারামাউন্ট পিকচার্সের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আমাদের অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সুরক্ষার কথা চিন্তা করে সতর্কতা অবলম্বন করা হয়েছে। করোনা ভাইরাসের প্রভাবের জন্য ইতালির সরকারের নির্দেশনা অনুযায়ী বড় ধরনের জনসমাবেশ থেকে বিরত থেকে ভেনিসে শুটিং করার পরিকল্পনা পরিবর্তন করা হয়েছে। টম ক্রুজ এখনো ইতালি যাননি। তবে শুটিংয়ের অন্যান্য কলাকুশলীদের নিরাপদে ঘরে ফেরার নির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠানটি।

তথ্যমতে, ইতালিতে এখন পর্যন্ত ৩০০ জনের বেশি লোকের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

এসএমজে/২৪/রা