নিজস্ব প্রতিবেদক:
৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সিটি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ফুলী রিডামবল নন-কনভার্টেবল জিরো কুপন বন্ডের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।
গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭২০তম কমিশন সভায় এই বন্ড অনুমোদন দেওয়া হয়।
ফুলী রিডামবল, নন-কনভার্টেবল, জিরো কুপন বন্ড, আনসিকিউরিড এবং আনলিস্টেড বৈশিষ্টের এই বন্ডের মেয়াদ ৩ বছর।
ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদেরকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করা হবে। বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে সিটি ব্যাংক কোম্পানির মূলধন শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা।
এই বন্ডের ট্রাস্টি এবং লিড অ্যারেঞ্জার হিসাবে নিয়োজিত রয়েছে এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। সূত্র: বিএসইসি।
এসএমজে/২৪/বা