Stock Market Journal

ট্রেডবিহীন দিন পার করলো মতিন স্পিনিং মিলস্

নিজস্ব প্রতিবেদক:

কোনো ট্রেড ছাড়াই দিন পার করলো পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের মতিন স্পিনিং মিলস্ লিমিটেড। এই নিয়ে একই সপ্তাহে দ্বিতীয়বারের মতো কোনো ট্রেড ছাড়াই দিন শেষ করলো কোম্পানিটি।

গত ছয় কার্যদিবসে শেয়ার লেনদেনে হয়েছে মাত্র ৪ কার্যদিবসে এবং বাদবাকী দুইদিন কোনো ট্রেড হয়নি। গত ছয় কার্যদিবসে কোম্পানিটির মোট ১৩০৪ টি শেয়ার লেনদেন হয়েছে। মোট ১১বার ট্রেড হয়ে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪০ হাজার টাকায়।

নিচে কোম্পানির গত ৬ কার্যদিবসের লেনদেনের চিত্র তুলে ধরা হলো:

তারিখ ট্রেড লেনদেনকৃত শেয়ার লেনদেনের পরিমাণ
জানু-২৯
জানু-২৮ ২ বার ৫০১টি ১৬ হাজার টাকা
জানু-২৭
জানু-২৬ ৩ বার ৪০০টি ১২ হাজার টাকা
জানু-২৩ ২ বার ২০০টি ৬ হাজার টাকা
জানু-২২ ৪ বার ২০৩টি ৬ হাজার টাকা

কোম্পানিটির এই অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করছে সংশ্লিষ্ট বিশ্লেষকরা। তাদের মতে, বিশ্বের কোনো শেয়ারবাজারে কখনই ‘এ’ ক্যাটাগরির কোম্পানি এভাবে ট্রেডবিহীন দিন পার করে না। উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানির পরিশোধিত মূলধন ৯৭ কোটি ৪৯ লাখ টাকা। কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা এবং কোম্পানিটি ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল।

এসএমজে/২৪/বা