দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারের লেনদেন ছাড়িয়ে গেছে ৯০০ কোটি টাকা। তবে এ দিন দর বাড়ার চেয়ে বেশি সংখ্যক কোম্পানির শেয়ারের দর কমেছে।
ডিএসইতে দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে ৮টি প্রতিষ্ঠান। পাঁচ শতাংশের ওপরে দাম বেড়েছে আরও প্রায় এক ডজন প্রতিষ্ঠানের। ১০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে ১৯টি প্রতিষ্ঠানের।
প্রায় এক ডজন প্রতিষ্ঠানের শেয়ার দাম দিনের সর্বোচ্চ পরিমাণ বাড়লেও এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তারচেয়ে বেশি। এরপরও বাজারটিতে বেড়েছে প্রধান মূল্যসূচক। তবে কমেছে বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত সূচক।
সূচক মিশ্র থাকলেও প্রায় দুই ডজন প্রতিষ্ঠানের শেয়ার বড় অঙ্কের লেনদেন হওয়ায় বেড়েছে লেনদেনের গতি। ডিএসইতে নয়শ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। এর মাধ্যমে চলতি বছরের ১২ জুনের পর আবারও নয়শ কোটি টাকার বেশি লেনদেন হলো। তবে দর বাড়ার চেয়ে বেশি শেয়ারের দর কমেছে। এটি কিছুটা উদ্বেগের কারণ হতে পারে বিনিয়োগকারীদের জন্য।