Stock Market Journal

৬৬ কোম্পানির ফ্লোরপ্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত বিএসইসির

নিজেস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬৬টি কোম্পানি থেকে ফ্লোর প্রাইসের নির্দেশনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (০৭ এপ্রিল) কমিশনের ৭৬৯তম নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আগামীকাল থেকে কার্যকর হবে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে ও পুঁজিবাজারের উন্নয়নে প্রাথমিকভাবে ৬৬টি কোম্পানিকে ফ্লোর প্রাইস সংক্রান্ত কমিশনের আদেশ নং বিএসইসি/সিএমআরআরসিডি/ ২০০১-০৭/০৪ তারিখ ১৯ মার্চ ২০২০ এর কার্যকারিতা হতে অব্যাহতি প্রদান করেছে। যা অবিলম্বে কার্যকর হবে।

বর্তমানে ১১০টি কোম্পানি সিকিউরিটিজ ফ্লোর প্রাইসে আটকে আছে। এরমধ্যে ৬৬টি থেকে প্রত্যাহার করে নেওয়া হল।

ফ্লোর প্রাইসের নির্দেশনা প্রত্যাহার করে নেওয়া কোম্পানিগুলো হচ্ছে-

 

এসএমজে/২৪/সা