Stock Market Journal

৪০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ট্রাস্ট ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:

৪০০ কোটি টাকা উত্তোলন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। কোম্পানিটি ফুললি রিডামবল নন-কনভার্টেবল আনসিকিউরড সাব-অর্ডিনেটেড বন্ড-ভি ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি ফুললি রিডামবল নন-কনভার্টেবল আনসিকিউরড সাব-অর্ডিনেটেড বন্ড-ভি মাধ্যমে ৪০০ কোটি টাকা উত্তোলন করবে। ব্যাংকটি মূলধন শক্তিশালী করার জন্য বন্ড ইস্যু করবে।

তবে সব কিছু নির্ভর করছে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের উপর। বাংরাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন পেলেই বন্ডের মাধ্যমে টাকা তুলবে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এসএমজে/২৪/রা