এসএমজে ডেস্ক
শেয়ারবাজার থেকে নিজের কোম্পানির ২৭ লাখ শেয়ার কিনবেন দেশের আলোচিত শিল্পোদ্যোক্তা আজিজ মোহাম্মদ ভাই। তিনি বাজারমূল্যে নিজের মালিকানাধীন অলিম্পিক ইন্ডাস্ট্রিজের এই শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আজ সোমবারের বাজারমূল্যে এসব শেয়ারের মোট দাম হয় ৩৯ কোটি ৪২ লাখ টাকা।
আজিজ মোহাম্মদ ভাই আজ সোমবার নিজের কোম্পানির শেয়ার কেনার ঘোষণাটি দেন। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে তাঁর শেয়ার কেনার এই ঘোষণা প্রকাশ করা হয়েছে। ডিএসইর ওয়েবসাইটে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারমূল্যে শেয়ার কিনবেন তিনি। আজিজ মোহাম্মদ ভাই বর্তমানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তিনি একসময় বাংলাদেশের চলচ্চিত্র জগতের সঙ্গে নানাভাবে জড়িত ছিলেন।
এদিকে কোম্পানির চেয়ারম্যানের শেয়ার কেনার ঘোষণায় আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অলিম্পিকের প্রতিটি শেয়ারের দাম সোয়া ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৬ টাকায়। ১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া অলিম্পিক ইন্ডাস্ট্রিজের বর্তমান পরিশোধিত মূলধন প্রায় ২০০ কোটি টাকা, যা ১০ টাকা অভিহিত মূল্যের প্রায় ২০ কোটি শেয়ারে বিভক্ত।
কোম্পানিটির মোট শেয়ারের প্রায় ৪৫ শতাংশ শেয়ারই রয়েছে উদ্যোক্তা–পরিচালকদের হাতে। বিদেশিদের হাতে রয়েছে প্রায় ২৫ শতাংশ শেয়ার। বাকি ৩০ শতাংশ শেয়ার রয়েছে দেশের প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের হাতে। উদ্যোক্তাদের মধ্য থেকে আজিজ মোহাম্মদ ভাই নতুন করে বাজার থেকে আরও ২৭ লাখ শেয়ার কেনার পর উদ্যোক্তাদের শেয়ারের পরিমাণ বাড়বে।
জানতে চাইলে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের কোম্পানি সচিব মিন্টু কুমার দাস সংবাদমাধ্যমকে বলেন, উদ্যোক্তাদের শেয়ারের পরিমাণ বাড়াতেই নতুন করে বাজার থেকে শেয়ার কিনছেন কোম্পানির চেয়ারম্যান।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি হিসেবে ‘এ’ শ্রেণিভুক্ত। সর্বশেষ গত বছরের জুনে সমাপ্ত আর্থিক বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে, যা ২০১৪ সাল–পরবর্তী ১০ বছরের মধ্যে সর্বোচ্চ।