বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:
বিশ্বব্যাপী ৫–জি নেটওয়ার্ক–সমর্থিত স্মার্টফোন বিক্রি এ বছর ১৯ কোটি ৯০ লাখে পৌঁছাতে পারে । বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকস গত ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে।
তবে বাজার বিশ্লেষকেরা বলছেন, চীনে মারাত্মক করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনায় ৫জি স্মার্টফোন বিক্রিতে বাধা সৃষ্টি হতে পারে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের তথ্য মতে গতবছর ৫–জি স্মার্টফোন বিক্রি হয়েছিল ১ কোটি ৯০ লাখ । যা এ বছরের পূর্বাভাস অনুযায়ী, সব ধরনের স্মার্টফোন বিক্রি ১৫ শতাংশ বাড়তে পারে। ৫–জি স্মার্টফোনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাজার হতে পারে যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও জাপান।
নির্বাহী পরিচালক নেইল মাউসটন বলেন, করোনাভাইরাস আতঙ্কে ৫জি স্মার্টফোনের চাহিদা কমতে দেখা যেতে পারে। বর্তমানে এশিয়ায় করোনাভাইরাস মহামারিতে পরিণত হয়েছে যার ফলে স্মার্টফোন উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে করে সাপ্লাই কমে গেছে এবং খুচরা স্মার্টফোন বিক্রিতেও প্রভাব পড়েছে।
স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের পূর্বাভাসে আরো জানানো হয়, করোনাভাইরাসের আতঙ্ক কমে গেলে চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসে স্মার্টফোনের চাহিদা বাড়তে দেখা যাবে।
এসএমজে/২৪/মি