Stock Market Journal

২০২০ সাল ছিল পুঁজিবাজারে ক্রান্তিকাল

২০২০ সালটি দেশের পুঁজিবাজারের জন্য ক্রান্তিকাল ছিল। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পুঁজিবাজার স্থবির জগ্দল পাথর হয়ে বসে ছিল বিনিয়োগকারীদের বুকের ওপর। এতে বিনিয়োগকারীদের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস ব্যাহত হচ্ছিল। তারা আর পারছিলেন না পুঁজিবাজারের পাথর বহন করতে। এর মধ্যে চলছিল সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলো নানা ধরনের তৎপরতা। সব তৎপরতা ব্যর্থ করে দিয়ে দরপতনের প্রহসনই চলছিল পুঁজিবাজারে। অনিয়ম ও কারসাজির কারণে সর্বস্ব হারিয়েছেন অনেক বিনিয়োগকারী। তারা রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচি দিয়েছেন।

২০২০ সালের মাঝামাঝি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠন করা হয়। দায়িত্ব নেয় বর্তমান কমিশন। এরপর বাজার ইতিবাচক মোড় নেয়। যার ধারাবাহিকতা চলমান। কমিশন বেশকিছু পদক্ষেপ নিয়েছে। এতে কিছু বিষয়ে সুফল পাওয়া যাচ্ছে। এরপরও এখনই বলা যাবে না যে বাজার স্থিতিশীল হয়েছে। কারণ এরপরও আরও অনেক বিষয় রয়েছে এখনও সেগুলোয় হাত দেওয়া হয়নি। নতুন বছরে যদি বাজারের সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠা যায় তাহলে পুঁজিবাজার আশানুরূপ একটি জায়গায় পৌঁছতে পারে। এখন এটিই হতে পারে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রত্যাশা।