এসএমজে ডেস্ক:
পুঁজিবাজারের তালিকাভুক্ত ১৫ কোম্পানির বোর্ড সভা আজ সোমবার ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হচ্ছে- এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়্যাল ফান্ড ওয়ান, এসিআই লিমিটেড, সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড, কোহিনূর ক্যামিকেলস কোম্পানি লিমিটেড, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, ভ্যানগার্ড এমএল বিডি ফাইন্যান্স মিউচুয়্যাল ফান্ড ওয়ান, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, জেনিক্স ইনফোসিস লিমিটেড, ওআইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড, মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড এবং ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
নিচে ছকের মাধ্যমে কোম্পানিগুলোর বোর্ড সভার বিবরণ দেওয়া হলোঃ
| কোম্পানির নাম | বোরড সভার তারিখ | সময় | 
| এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়্যাল ফান্ড ওয়ান | ১১ নভেম্বর | দুপুর ২ টা ৩৫ মিনিটে | 
| এসিআই লিমিটেড | ১১ নভেম্বর | দুপুর ২ টা ৩৫ মিনিটে | 
| সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড | ১১ নভেম্বর | সন্ধ্যা ৬ টায় | 
| পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড | ১১ নভেম্বর | সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে | 
| ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ | ১১ নভেম্বর | বিকাল ৫ টায় | 
| প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড | ১১ নভেম্বর | বিকাল ৪ টা ৩০ মিনিটে | 
| কোহিনূর ক্যামিকেলস কোম্পানি লিমিটেড | ১১ নভেম্বর | বিকাল ৪ টা ৩০ মিনিটে | 
| বসুন্ধরা পেপার মিলস লিমিটেড | ১১ নভেম্বর | বিকাল ৪ টা ৩০ মিনিটে | 
| ভ্যানগার্ড এমএল বিডি ফাইন্যান্স মিউচুয়্যাল ফান্ড ওয়ান | ১১ নভেম্বর | দুপুর ২ টা ৫৫ মিনিটে | 
| তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড | ১১ নভেম্বর | বিকাল ৫ টায় | 
| জেনিক্স ইনফোসিস লিমিটেড | ১১ নভেম্বর | বিকাল ৩ টা ৪৫ মিনিটে | 
| ওআইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড | ১১ নভেম্বর | বিকাল ৩ টা ৩০ মিনিটে | 
| বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড | ১১ নভেম্বর | বিকাল ৩ টায় | 
| মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড | ১১ নভেম্বর | বিকাল ৩ টা ৩০ মিনিটে | 
| ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড | ১১ নভেম্বর | বিকাল ৪ টায় | 
এসএমজে/২৪/মি