Stock Market Journal

১২ জনের কাতারে আদায় করা যাবে মসজিদে তারাবির নামাজ

এসএমজে ডেস্ক:

নভেল করোনাভাইরাসের কারণে দেশে থমথমে অবস্থা বিরাজ করছে গোটা বিশ্বজুড়ে। এই অবস্থার হাত থেকে রেহাই পায়নি বাংলাদেশ। এমতাবস্থায় রমজান মাসের তারাবিহর নামাজ নিয়ে সতর্কতা জানিয়ে মুসুল্লিদের বাসায় তারাবির নামাজ আদায়ের জন্য অনুরোধ করা হয়েছে।

তবে রমজান মাসে ১০ জন মুসুল্লি ও দুজন হাফেজসহ মোট ১২ জনের অংশগ্রহণে মসজিদগুলোতে তারাবির নামাজ আদায়ের সুযোগ থাকবে এবং রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের সমাবেশ করা যাবে না। এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনাসহ একটি সার্কুলার জারি করবে।

বৃহস্পতিবার সরকারি তথ্য বিবরণীতে এই কথা জানানো হয়েছে। এতে আরও বলা হয় মসজিদে জুমা ও জামাতে নামাজ আদায় বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আগে জারি করা নির্দেশনা কার্যকর থাকবে।

এসএমজে/২৪/বা