Stock Market Journal

১১ জনকে পরীক্ষা করা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ নেই

নিজস্ব প্রতিবেদক:

দেশে একশ ১১ জনকে পরীক্ষা করা হয়েছে, এদের মধ্যে কারো শরীরে করোনার উপস্থিতি নেই। করোনা ভাইরাস যেভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে সেই পরিস্থিতি দেখে আমাদেরও সর্ত থাকতে হবে। তবে, আতংকিত হওয়ার কিছু নেই।

শনিবার দুপুরে রাজধানির মহাখালীতে স্বাস্থ অধিদপ্তরে করোনা নিয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

এ সময় তিনি আরও জানান,  যারা করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে এসেছেন এবং করোনার উপসর্গ রয়েছে, তাদেরকে গণপরিবহন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে আইইডিসিআরের হটলাইনে যোগাযোগের পরামর্শ  দেন তিনি। এছাড়া যাদের শ্বাসকষ্ট রয়েছে, তাদের হাসপাতালে গিয়ে পরীক্ষা করার পরামর্শও দেওয়া হয়।

এসএমজে/২৪/তা