Stock Market Journal

১০ হাজার কোটি টাকার প্রস্তাব: যথাযথ বাস্তবায়ন প্রয়োজন

পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে শিগগিরই অর্থ মন্ত্রণালয়ের কাছে ১০ হাজার কোটি টাকার প্রস্তাবনা পাঠাবে বাংলাদেশ ব্যাংক। পুঁজিবাজারের চলমান সংকট নিরসনে এবং বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে গত রোববার অর্থমন্ত্রনালয়, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) ত্রিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ব্যাংক এ কথা জানায় বলে সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

এই প্রস্তাব খুবই সময়োপযোগী। দীর্ঘ দিন থেকেই বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে- পুঁজিবাজার থেকে টাকা বের হয়ে গেছে। এখন টাকা ঢুকানো দরকার। যদিও বের হয়ে যাওয়ার টাকার তুলনায় ১০ হাজার কোটি খুব বেশি টাকা নয়; তারপরও এটি বাজারে কিছুটা হলেও রসদ জোগাবে। তবে এই টাকা কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে সতর্কতা জরুরি। বাজার যেনতেন অবস্থায় রেখে টাকা বা প্রণোদনা দিলে সেটি খুব বেশি কার্যকর হবে বলে মনে হয় না। এই টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত হওয়া প্রয়োজন। ফাঁক গলে যেনো টাকা কারসাজি চক্র বা মহলবিশেষের পকেটে চলে না যায়, সেটি খেয়াল রাখা দরকার। তাহলেই এই প্রস্তাবিত টাকা পুঁজিবাজারে কিছুটা হলেও ইতিবাচক তরঙ্গ সৃষ্টি করতে পারে।