Stock Market Journal

১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করছে এমআই সিমেন্ট

এসএমজে ডেস্ক:

বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড।

কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ।

বিাদয়ী অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৯ পয়সা। এর আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৬৯ পয়সা।

৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য হয়েছে ৪৬ টাকা ৩৮ পয়সা। এর আগের বছর ছিল ৪৮ টাকা ২২ পয়সা।

শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের লক্ষ্যে কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফমে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ৬ ডিসেম্বর। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/রা