Stock Market Journal

১০ বছর পর পুঁজিবাজারে লেনদেনের জোয়ার

নিজস্ব প্রতিবেদক:

টানা আট কার্যদিবস উত্থানের পর আজ ৪ জানুয়ারি (সোমবার) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সকল সূচকের ‍নিম্নমুখি প্রবণতায় শেষ হয়েছে। সেইসাথে কমেছে কোম্পানির শেয়ার দর। তবে লেনদেন হয়েছে আড়াই হাজার কোটি টাকার বেশি। যা ১০ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড লেনদেন।

আজ ডিএসই এক্স সূচক ৪২ পয়েন্ট কমে ৫ হাজার ৬০৯ পয়েন্টে এসে দাঁড়িয়েছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ১৯ পয়েন্ট কমে ১২‘শ ৭৮ পয়েন্টে এসে দাঁড়িয়েছে এবং ডিএস৩০ সূচক আজ ৩২ পয়েন্ট কমে ২ হাজার ৫৮ পয়েন্টে এসে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টি কোম্পানির শেয়ার দর। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৫৪৬ কোটি ৮২ লাখ ৬০ হাজার টাকা।

এসএমজে/২৪/মি